চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এই আট আসামিকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- চান্দগাঁওয়ের খাজা রোডের সাবান ঘাটার মোহাম্মদ জিয়াউর রহমান, উত্তর ফরিদা পাড়ার আয়েশা বেগম (৪৪), ফজল আমিন কলোনি ওরফে ফজু কলোনির শাহীন প্রকাশ আজাদ (২৩), মৌলভী পুকুর পাড়ের মো. দ্বীলের ছেলে মো. কুতুব উদ্দিন, মো. মানিক, মো. ইদ্রিস, ইকবাল হোসেন ও নুরুল আবছার (৪২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, অভিযানে মোট আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।