মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

জাতীয় পরিবেশ পদক পেলেন রাউজানের সন্তান মুনীর চৌধুরী

শফিউল আলম, রাউজানঃ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দুঃসাহসী অভিযান পরিচালনা এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে পরিবেশ সৈনিক হিসেবে গড়ে তুলতে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় পরিবেশ পদক পেয়েছেন চট্টগ্রামের সন্তান মুনীর চৌধুরীসহ তিনজন। এছাড়া ব্যক্তি পর্যায়ে অপর দুইজন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে চারটি দেশীয় প্রতিষ্ঠান এই পদক লাভ করে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা–২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৫ উপলক্ষে বিভিন্ন পর্যায়ে জাতীয় পুরস্কার ও সম্মাননা তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।গত ২৫ জুন বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন তিনি। প্রশাসন ক্যাডারের আলোচিত কর্মকর্তা চট্টগ্রামের মুনীর চৌধুরী চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেট হিসেবে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীতে ২০০১ ইং থেকে দেশি–বিদেশি জাহাজের অবাধ দূষণের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে দূষণ হ্রাসে ব্যাপক ভূমিকা পালন করেন। এছাড়া কর্ণফুলী তীরবর্তী অর্ধ শতাধিক অবৈধ ডকইয়ার্ড ও স্থাপনা উচ্ছেদ করে নদীর নাব্যতা রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করেন। ২০০৩ সনে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মেরিন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনা, সুগন্ধা, কর্ণফুলী, কীর্ত্তনখোলাসহ বহু নদ–নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করেন। প্রায় ৭ হাজার দেশি–বিদেশি জাহাজ তাঁর অভিযানে আটক ও দণ্ডিত হয়।