হিজরি নববর্ষ ১৪৪৭ উপলক্ষে ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতিকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবিতে বুধবার (১৮ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদ। স্মারকলিপিতে ১ মহররমকে “ইসলামি নববর্ষ” হিসেবে সরকারিভাবে ঘোষণা এবং এদিন সরকারি ছুটি বাস্তবায়নের দাবি জানানো হয়। একইসঙ্গে জাতীয় ও স্থানীয় পর্যায়ে হিজরি নববর্ষ উদযাপন, গণমাধ্যমে প্রচার, শিক্ষা পাঠ্যক্রমে হিজরি সনের ইতিহাস অন্তর্ভুক্তকরণ এবং ইসলামি সংস্কৃতিভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান পীরে ত্বরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্, ভাইস চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ আলী হোসাইন, মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ ইব্রাহিম খলিল, যুগ্ম আইন সচিব মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী,আলহাজ্ব মুহাম্মদ আমান উল্লাহ, সহ আন্তর্জাতিক সচিব রিদুয়ান হোসেন তালুকদার পাপ্পু। নেতৃবৃন্দ বলেন, হিজরি সন কেবল একটি ক্যালেন্ডার নয়, এটি মুসলিম উম্মাহর আত্মপরিচয়ের ঐতিহাসিক দলিল। এই সনের যথাযথ মর্যাদা রাষ্ট্রীয়ভাবে প্রদর্শন এখন সময়ের দাবি। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণের আশ্বাস দেন।
