ছাত্রসেনা নেতা সৈয়দ ইমাম রঈম উদ্দিন হত্যাকারীদের দ্রুত বিচার করুন: কাজী মঈনুদ্দিন আশরাফী
বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তরজেলার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবসমাবেশে এবং হাজারো যুব তরুণদের নিয়ে বর্ণাঢ্য র্যালি শনিবার (২১ জুন) বিকেলে নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর জেলার সভাপতি মুহাম্মদ আলমগীর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। ওয়াহিদুল আলমের, ইশতিয়াক রেজা, চৌধুরী সরওয়ার ও ফারুক হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ আমান উল্লাহ আমান। উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী (মজিআ)। বিশেষ অতিথি ছিলেন, কো-চেয়ারম্যান সৈয়দ অছিয়র রহমান আল কাদোরী, সৈয়দ মোহাম্মদ মছিহুদ্দৌলা, পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আবদুর রহিম, মাওলানা মীর আব্দুর রহিম মুনিরী, শেখ আরিফুর রহমান, মাওলানা ফেরদৌস আলম, অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ দিদারুল আলম, মাষ্টার মুহাম্মদ ইসমাইল, আজিম উদ্দিন আহমদ, এইচ এম শহিদুল্লাহ, আবুল কালাম আজাদ মুহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ শাখাওয়াত, মুহাম্মদ দিদারুল আলম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সহ-সভাপতি ইব্রাহীম খলিল। বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম জাবেদ। বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম চিশতী, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, শাহেদুল আলম, মুহাম্মদ মোশারফ হোসেন প্রমূখ। যুবসমাবেশে আল্লামা এম এ মতিন বলেন, যুব তরুণদের মাঝে অসীম সম্ভাবনা ও প্রতিভা বিদ্যমান। যুব তরুণ্যের শক্তিকে দেশ গঠনে কাজে লাগানোর প্রয়োজন দেশকে প্রত্যাশিত উন্নতি সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে দিকভ্রান্ত অক্ষয় যুব তরুণদের নিয়ে সরকারের বড় পরিকল্পনা নিতে হবে। বক্তারা যুব তরুণদেরকে যুবসেনার প্ল্যাটফরমে এসে উন্নত ক্যারিয়ার গড়ার এবং ইসলামের মূল্যধারা সুন্নিয়তের ওপর প্রতিষ্ঠিত থাকার আহবান জানান। বক্তারা আরো বলেন, গাজীপুরে উগ্র সন্ত্রাসীদের হাতে খুনের শিকার ছাত্রসেনা নেতা ইমাম মাওলানা রঈস উদ্দিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফন্তার করে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি জোর দাবি জানান। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে আজ দেশি-বিদেশি লুটেরা চক্র সক্রিয় হয়ে উঠেছে। নিউমরিং কনটেনার টার্মিনাল এডকমিটির পরিচালনার ভার কিছুতেই বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না। এনসিটি পরিচালনার যোগ্যতা দেশি অপারেটনের রয়েছে। উদ্বোধন বলেন রাখাইনে মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্ত নেয়া হলে তা হবে আত্মঘাতী। করিডোর দেয়া হলে তা এক সময় দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়ে উঠবে। তাই করিডোর দেয়ার সিদ্ধান্ত হলে তা থেকে সরকারকে সরে আসতে হবে। তিনি আরো বলেন, যুবসমাজ আজ দিশেহারা ও দিকভ্রান্ত, সন্তাস, উগ্রতা মাদক, ইভটিজিং ইত্যাদি অবক্ষয় থেকে যুব তরুণদের বাঁচাতে সরকারি-বেসরকারি সমন্বিত পদক্ষেপ নিতে হবে। মাদকপন্য সরবরাহ বিপনন ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আলোচক বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মত আয়োজন বেড়ে গেছে। দেশের নানা স্থানে নিরীহ মানুষদেরকে নানা অপবাদ দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হচ্ছে। সরকারকে এই মব জাস্টিসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। সভাপতির বক্তব্য আলমগীর ইসলাম, যুবসমাজের আস্থা ও ভালোবাসার ঠিকানা যুবসেনা, যুব তরুণদের মাঝে সুন্নিয়তের দাওয়াত পৌঁছে দিতে যুবসেনা সক্রিয় ভূমিকা রাখছে। তিনি যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে সমাবেত সবাইকে এবং এতে সহযোগিতাকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যুবসমাবেশ উপলক্ষে প্রকাশিত ‘যুবযাত্রাৎ স্মরনিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। যুবসমাবেশ শেষে হাজারো যুব তরুণদের নিয়ে বিশাল র্যালি নগরীর গুরত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে মুরাদপুরে এসে শেষ হয়।