চট্টগ্রামের পটিয়া ইন্দ্রপুল ব্রিজের নিচ থেকে জসিম উদ্দিন (৪২) নামে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের আল্লাই গ্রামের মৃত ইলিয়াছের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে গাড়ি পার্কিংয়ে রেখে জসিম চলে যায়।
এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার (১৮ জুন) বিকেলে পৌর সদরের ইন্দ্রপুল ব্রিজের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।