মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি যুযুৎ চাকমা

বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহারের পর ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎ যশ চাকমা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে তিনি দায়িত্ব বুঝে নেন।

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধের মুখে বুধবার (০২ জুলাই) রাত সাড়ে ১০টায় ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদ পটিয়া থানায় আসেন এবং চলমান পরিস্থিতি ও পুলিশের ভূমিকা সম্পর্কে খোঁজখবর নেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেন, আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত ওসি দায়িত্ব নিয়েছেন।