শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গুরুত্ব পুর্ণ সড়ক রাউজান নোয়াপাড়া সড়ক সেকসন (১ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজান সরকারী কলেজের পশ্চিম পাশে সুযসেন চত্¦র থেকে শুরু হয়ে সড়কটি চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক সাথে যুক্ত হয়ে নোয়াপাড়া পথের হাট থেকে নোয়াপড়া চৌধুরী হাট পর্যন্ত বিস্তৃত । সড়কটি রাউজান পৌরসভার ছিটিয়া পাড়া, বিনাজুরীূ কালীবাড়ি মন্দিরের পাশে, কাগতিয়া হাট, পশ্চিম গুজরা ইউনিয়নের ডোমখালী, মগদাই, রাম বাজার, বদুমুন্সি পাড়া, নোয়াপাড়া পথের হাট, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে, গর্ত সৃষ্টি হয়ে বৃষ্টির পানি গর্তে জমে সড়কের বেহাল অবস্থার স ৃষ্টি হয়েছে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী ঘাটকুল থেকে উপজেলা সদরের মুন্সিরঘাটা সূর্যসেন তোরণ রাঙামাটি সড়ক সংযোগে থাকা ১৪ কিলোমিটার লম্বা এই সড়ক পথটি এখন বেহাল অবস্থায় আছে। সড়ক ও জনপথ বিভাগের অধিনস্থ এই সড়ক পথের মগদাই খালের উপর নির্মাণধীণ ব্রিজের কারণে বিকল্প যোগাযোগের তৈরী করা বেইলী ব্রিজটিও এখন ধসে গিয়ে গত ৩ মে থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। পশ্চিম গুজরা ইউনিয়নের ডোমখালী এলাকায় সড়কের একাংশ খালে ধসে পড়েছে । নোয়াপাড়া পথের হাটে সড়কের দুই পাশে বার্ষ্যিিজক ভবন নির্মান করার সময়ে সড়কের পাশে পানি চলাচলের নালা ভরাট হয়ে যাওয়ায় পথের হাট বাজারে সড়কের গর্তে পানি জমে যানবাহন ও পথচারী চলাচল করছে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে । স্থানীয় জনসাধারণ জানিয়েছে এই সড়ক পথে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।যাত্রীবাহী ছোট বড় পরিবহনসহ বড় বড় ট্রাক হাটবাজারে বিভিন্ন পন্য সামগ্রী নিয়ে যাওয়া আসা করে। জানা যায়, গত প্রায় ১ বছর ধরে জনগুরুত্বপূর্ণ এই সড়ক পথটি ক্ষতবিক্ষত অবস্থায় আছে। স্থানীয়দের অভিযোগ গত দশ মাসে রাউজানের বিভিন্ন এলাকায় ব্যাপক হারে কৃষি জমি থেকে মাটি খনন, পাহাড় টিলা কাটা হয়। কৃষি জমির মাটি পাহাড় টিলা কাটা মাটি সড়ক দিয়ে ড্রাম ট্রাক করে পরিবহনের ফলে সড়কের এই অবস্থার সৃষ্টি হয়েছে । রাউজানের বানিজ্যিক কেন্দ্র হিসাবে স্বীকৃত নোয়াপাড়া পথেরহাটের ব্যবসায়ীরা বলেছেন কাপ্তাই সড়ক সংযোগে থাকা উত্তরমুখি সড়কটির ১ কিলোমিটার এলাকা এখন পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য হয়ে পড়েছে। রাউজান নোয়াপাড়া সড়ক– সেকশন–১ এই সড়ক পথের চৌধুরী ঘাটকুল থেকে রয়েছে ৪টি বড় হাট বাজার। কাগতিয়া এশাতুল উলুম কমিল মাদরাসা, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়, মুনিয়া দারুসচ্ছুন্না ফাজিল মাদরাসা, পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়, শ্যামাচররণ উচ্চ বিদ্যালয়, বিনাজুরী নবীণ উচ্চ বিদ্যালয়, সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়, মুন্সিরঘাটায় সংযোগস্থলে আছে রাউজান সরকারি কলেজ। এরবাইরে অসংখ্য সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী,শিক্ষক প্রতিদিন আসা যাওয়া করে এই সড়ক পথ ব্যবহার করে। এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দিন চৌধুরী বলেন, সেকশন–১ নামের এই সড়ক পথটির উন্নয়ন টেন্ডার আহ্বান প্রক্রিয়ায় আছে। মন্ত্রনালয়ের অনুমোদন পাওয়া গেলে দ্রুত টেন্ডার আহ্বান করে কাজ শুরু করা হবে।
