মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে ‘পোস্ট বাজেট ডিসকাশন: ‘২৫-২০২৬’ শীর্ষক সেমিনার

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে আয়োজিত হয়েছে ‘পোস্ট বাজেট ডিসকাশন : ২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার।

সোমবার (৩০ জুন) বেলা ১১.৩০টায় এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। কীনোট স্পীকার ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি ফারজানা ইয়াসমিন চৌধুরী। সেমিনারটির সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত। প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির তাঁর বক্তব্যে বাজেটে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করণে নীতিমালা অন্তর্ভুক্তকরণ এবং সামাজিক ব্যবসাকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।

কীনোট স্পীকার ফারজানা ইয়াসমিন চৌধুরী তাঁর উপস্থাপনায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের একটি তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন। তিনি তাঁর বিশ্লেষণে আগামী অর্থ বছরের বাজেটটি আশাব্যাঞ্জক বলে উল্লেখ করেন এবং সেই সাথে বলেন পাশকৃত বাজেটে বর্তমান অর্থনীতির চ্যালেঞ্জ, যেমন, মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, আয়বৈষম্য এবং ঘাটতি বাজেট পূরণে আভ্যন্তরীণ ব্যাংক ঋণ নির্ভরতা বৃদ্ধি মোকাবেলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাব রয়েছে। এছাড়া তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ভ্যাট (১০%) অব্যাহত রাখা প্রসঙ্গে গঠনমূলক সমালোচনা এবং কর ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন।

অর্থনীতি বিভাগের ছাত্র-ছাত্রীদের পক্ষে এই আয়োজনে বাজেট বিষয়ক বক্তব্য প্রদান করেন ষষ্ঠ অধিবর্ষের ছাত্র হাসান মুরাদ সোহান এবং পঞ্চম অধিবর্ষের ছাত্র কাজী মোহাম্মদ আলদিন ফারদিন। ছাত্রদ্বয় তাদের বক্তব্যে কর কাঠামো পরিবর্তন, ব্যাংকিং খাতের সংস্কার, নারী উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তিখাতে বাজেট বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত সেমিনারে অর্থনীতি বিভাগের শতাধিক ছাত্রছাত্রী, বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক বদরুল হাসান আওয়াল, সহকারী অধ্যাপক উম্মে সালমা, সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষা এবং সহকারী অধ্যাপক সুদীপ দে উপস্থিত ছিলেন।