মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল কাদির আর নেই

কুমিল্লা মুরাদনগর,পশ্চিম জাংগাল, গ্রামের বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল কাদির গত ২৪ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি ২ নম্বর সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। গতকাল ২৫ জুন বাদ জোহর মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করেন পুলিশের চৌকস একটি দল। এতে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড সাকিব হাছান খাঁন। জানাযা নামাজের পর তাঁকে পশ্চিম জাংগাল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২মেয়ে রেখে যান।

মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল কাদির এর জানাজায় অংশগ্রহণ করেন তার পরিবার, সহযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।