চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের উদ্যোগে বুধবার (২ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এর শুভ উদ্বোধন সকাল ৯টায় হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান।
চবি উপাচার্য বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। আমরা একত্রিত হয়েছি একটি মহৎ উদ্দেশ্যে—পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় নিয়ে।
তিনি বলেন, “বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না, এটি আমাদের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। বনায়ন ও পরিবেশ রক্ষায় গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আরও বলেন, “বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আজ বৃক্ষরোপণ একটি জরুরি ও সময়োপযোগী উদ্যোগ। আমাদের এ ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আর আমরা চাই এ পরিবেশ আরও সবুজ, সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠুক।”
উপাচার্য বলেন, “এ কর্মসূচির মাধ্যমে আমরা কেবল গাছ লাগাচ্ছি না, বরং একটি সচেতন, দায়িত্বশীল ও পরিবেশবান্ধব সমাজ গঠনের বীজ বপন করছি।” তিনি সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত একটি করে গাছ রোপণ করার আহ্বান জানান।
পরে উপাচার্য সকলকে নিয়ে হল প্রাঙ্গণে একটি পাম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।