মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বোয়ালখালীতে আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি মৌসুমে আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো.জহির উদ্দিন ভুঁইয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, শিবু কান্তি নাথ, ফরিদুল আলম, দূর্গা পদ দেব, মো. আলাউদ্দিন ও জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে প্রতিজন কৃষককে ৫ কেজি আমন উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।