মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বোয়ালখালীতে দোকানিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে দিদারুল আলম (৩৬) নামের এক দোকানদারকে ছুরিকাঘাতের পর টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত দোকানি শাকপুরা মিলিটারিপুল এলাকায় নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শাকপুরা জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

দিদারুল আলম শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা শেখ আহমদ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

দিদারুলের ছোট ভাই মাহাবুল আলম বলেন, আমার ভাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এসময় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছলে ২-৩ জন লোক ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং সঙ্গে থাকা টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে দিদারুল নামের আহত একজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।