চট্টগ্রাম তরুণ লেখক সংসদ’র মাসিক সাহিত্য আড্ডা শুক্রবার (২০ জুন) কবি নাজমুল হাসান এর সঞ্চালনায় ও কবি ইমরান এমির সভাপতিত্বে কাতালগঞ্জস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রাণবন্ত এ আড্ডায় প্রধান অতিথি ছিলেন কবি ও সম্পাদক মোস্তফা হায়দার।
আরো উপস্থিত ছিলেন কবি–প্রাবন্ধিক ও সাংবাদিক আব্দুল্লাহ মজুমদার, কবি-সম্পাদক অ্যাড. নাজমুল হাসান, কবি অভিলাষ মাহমুদ, কবি-সম্পাদক মিজান মনির, কবি আরিফ মোর্শেদ, কবি হাসান মাহমুদ, কবি অনার্য হাবিব, কবি অনার্য প্রতীম, কবি আন্না ইনিনা, কবি মুনাজ আরুফ প্রমুখ।
আড্ডা ছিলো একান্তই সাহিত্যভিত্তিক আলোচনা-সমালোচনা, আবৃত্তি ও অনুভবের মেলবন্ধন।
আড্ডায় পাঠকৃত লেখা ও অভিমত নিয়ে সাজানো হবে ‘চট্টগ্রাম তরুণ লেখক সংসদ’র মুখপত্র। ভালো লেখা তৈরি করতে হলে পাঠের বিকল্প নেই বলে আড্ডার আলোচকবৃন্দগণ মতামত ব্যাক্ত করেন।