মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মিরসরাইয়ে কৃষকদের মাঝে সার-বীজ ও চারা বিতরণ

মিরসরাই উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও নারিকেলের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল আলম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি কর্মসূচির আওতায় মিরসরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের উফশী জাতের আবাদের জন্য দুই হাজার ২৫০ জনকে পাঁচ কেজি করে আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ৯৬০টি নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।