মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মিরসরাইয়ে গর্তের পানিতে পড়ে প্রাণ গেল তিন বছরের রিফাতের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে শারাফাত হোসেন রিফাত নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে এমন ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের প্রবাসী মোঃ সেলিম ও জাহেদা আক্তারের ৩য় পুত্র।

নিহতের মামা এমদাদ হোসেন জানান, বাড়ির পাশের মূলত ছোট গর্তটি থেকে মাটি নিয়ে ঘরের কাজ করা হয়েছিল। দুপুরের বৃষ্টিতে গর্তটি পানিতে টুইটম্বুর হয়ে যায়। রিফাতের মা ঘরের কাজে ব্যস্ত ছিল। পরক্ষনে খোঁজাখুঁজি করলে শিশু রিফাতের নিথর দেহটি ভাসতে দেখা যায়। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকি বণিক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, শিশুটির মৃত্যুর খবর আপনার মাধ্যমে জানতে পেরেছি। বাড়ির প্রাঙ্গণে খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।