মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মিরসরাইয়ে ১৫০০ পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামের মিরসরাইয়ে পনেরশ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. রুবেল প্রকাশ সাইফুল ইসলামকে (৩৪) গ্রেফতার করা হয়।

মো. রুবেল কক্সবাজার জেলার রামু থানার ৬ নম্বর জোয়ারীনালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জোয়ারীনালা এলাকার ফরিদুল আলমের ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সোনাপাহাড় এলাকায় রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. রুবেল প্রকাশ সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। সে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষামান ছিল। এ সময় তার সঙ্গে থাকা একটি লোহার জক লিভারের (গাড়ির যন্ত্রাংশ) ভেতর থেকে পনেরশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এই ঘটনায় মো. রুবেল প্রকাশ সাইফুল ইসলামের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।