মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৭০ হাজার শলাকা বিদেশি সিগারেট সহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের মিঠাছরা আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে সিগারেট সহ চোরাকারবারী মোঃ আরিফুল ইসলাম (২৬) গ্রেফতার করা হয়। আরিফুল ইসলাম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয় চাঁদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ১ টি সাদা রংয়ের টয়োটা পিকআপে (ঢাকা মেট্রো-১১-০২১২) অভিযান চালানো হয়। অভিযানের সময় বস্তার ভেতর কার্টনে রাখা ন্যানো ওরিস সিলভার ব্র্যান্ডের ৭০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। এসময় চোরাকারবারি মোঃ আরিফুল ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মিরসরাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।