মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মীরসরাইয়ে কন্টেইনারবাহী লরির সাথে ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাক চালক ও সহকারী নিহত হয়েছে।

‎রোববার (২২ জুন) সকালে সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে৷

‎নিহত ডাম্প ট্রাক চালক ফারুক হোসেন (৩৯) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে।

চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চক্করতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

‎জানা যায়, দ্রুতগতির ডাম্প ট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়।
এসময় ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারী মারা যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হেফাজতে নেওয়া হয়েছে।