মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

যথাযোগ্য মর্যাদায় সিভাসু’তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সিভাসু কর্তৃপক্ষের উদ্যাগে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, আযান, হামদ ও নাত, রসুল (সা.)-এর জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতা, রসুল (সা.) সম্পর্কে স্বরচিত কবিতা প্রতিযোগিতা এবং আলোচনাসভা।

শনিবার সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: কামাল। সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পশ্চিম খুলশীস্থ কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অবস্থিত মসজিদে বেলাল (রা.)-এর খতিব মুফতি আহমেদ হোসাইন সাকিব।
আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিভাসু কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফিজ আহমাদ।

আলোচনাসভায় বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, ‘হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির মুক্তির দিশারি। তিনি শান্তি, ন্যায়বিচার, ভ্রাতৃত্ব ও মানবতার প্রতীক। মহানবীর জীবনাদর্শ অনুসরণ করতে পারলেই সমাজে সত্যিকারের ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।’

বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে শিক্ষার্থীদের নবীজির জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের চরিত্র গঠনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে সততা, ন্যায় ও সত্যের পথে চলার গুরুত্ব তুলে ধরেন।

শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

নির্বাচিত খবর