শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে যাত্রবাহি বাসের সঙ্গে পশুর চামড়াবাহি একটি সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে জসিম (৩৫) ও নাজিম (২৫) নামে দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) বিকাল সাড়ে ৪টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এবি ট্রাভেলস নামে একটি যাত্রীবাহি বাসের সঙ্গে চট্টগ্রাম নগরী মুখী পশুর চামড়াবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে দুই ভাই আটকা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাদের পাহাড়তলীস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। আহত দুজনই পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের অপারেশন থিয়েটার থেকে বের করা হয়েছে। তারা দুইজনই হাসপাতালে ভর্তি আছেন। দুইজনই আশঙ্কামুক্ত।