বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

রইস হত্যার প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়ক অবরোধ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ এবং ঘটনার বিচারের দাবিতে চট্টগ্রামের-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমাআত। এ সময় আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

সোমবার (৫ মে) সকাল নয়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট সড়ক অবরোধ করেন আহলে সুন্নাত ওয়াল জমাআতের নেতা-কর্মীরা।

সড়কে অবস্থান নিয়ে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। এই কর্মসূচির মাধ্যমে তারা মাওলানা রইস উদ্দিন হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত গাড়ি। এতে বিপাকে পড়েন অফিসগামী যাত্রী ও পথচারীরা।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দর মিয়া বলেন, ওনাকে ওনার বাসা থেকে ডেকে নিয়ে দীর্ঘ ৪ ঘন্টা নির্মমভাবে নির্যাতন করে এলাকার চিহ্নিত দুষ্কৃতকারীরা। পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করে। যাওয়ার পথে তিনি পানি খেতে চাইলে পুলিশ তাকে পানিও দেয়নি। থানায় বন্দী থাকা অবস্থায় তিনি শহীদ হয়েছেন। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার এত বছর পার হলেও বিচারের কোনও অগ্রগতি হয়নি। এবার গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে বিচার চেয়ে আসছি। চিহ্নিত আসামীদের গ্রেফতার করার জন্য আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন কর্ণপাত করলো না। সেজন্য আমরা সুশৃঙ্খলভাবে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি। আমরা এদেশের নাগরিক হয়ে থাকলে আমরা কেন বিচার পাব না!

বাংলাদেশ ইসলামী যুবসেনা ফতেপুর ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান উদ্দিন বলেন, আজকে আমরা ৩ ঘণ্টার অবরোধ কর্মসূচি করছি। এর পরেও মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করব।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দারাবাদ এলাকার একটি মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে মব সৃষ্টি করে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরবর্তীতে পুলিশে সোপর্দ করে। পরদিন ভোরে কারাগারে মারা যান তিনি। এ ঘটনার পর থেকে চট্টগ্রামে টানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জমাআত। এর আগেই আজকের কর্মসূচি হিসেবে তিন ঘণ্টা সড়ক অবরোধ করার কথা জানান নেতা-কর্মীরা। বেলা ১২ টায় এই অবরোধ কর্মসূচি শেষ হয়।