মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানের পশ্চিম ডাবুয়ায় হক কমিটির কাউন্সিল ও মাহফিল অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজান ঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান পশ্চিম ডাবুয়া শাখার ব্যবস্থাপনায় ৪ জুলাই শুক্রবার, বাদে মাগরীব শাখার কার্যালয়ে, পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পশ্চিম ডাবুয়া শাখার বার্ষিক কাউন্সীল অধিবেশন অনুষ্ঠিত হয় । আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান পশ্চিম ডাবুয়া শাখার সভাপতি মুহাম্মদ মুহাম্মদ লোকমান ,মুহাম্মদ আকরাম আকিব এর পরিচালনায়,প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি খিরাম নূরুল উলূম মাদরাসায় মুদারীস মাওলানা মোহাম্মদ আবুল বশর মাইজভাণ্ডারী । অতিথি হিসাবে ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ সাদিকুজ্জামান শফি, মাষ্টার আনিস উল খান বাবর, মুহাম্মদ মামুন মিয়া, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” জোনের সমন্বয়ক ও রাউজান রশিদর পাড়া শাখার সিনিয়র সহ- সভাপতি মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী । এতে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা মুহাম্মদ শফিউল আজম,মুহাম্মদ বখতিয়ার, মুহাম্মদ নাজিম উদ্দিন, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা রেজাউল মুনির, প্রমূখ । প্রথম অধিবেশন শেষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” জোনের সমন্বয়ক মোহাম্মদ মাষ্টার আনিস উল খান বাবর এর পরিচালনায় ও রাউজান উপজেলা ক” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীনের এর সভাপতিত্বে ২য় অধিবেশন অনুষ্টিত হয় । ২য় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে, মুহাম্মদ নাজিম উদ্দিন কে সভাপতি ও মুহাম্মদ বখতিয়ার কে সাধারণ সম্পাদক করে ১৯ বিশিষ্ট একটি শাখা গঠন করা হয়। পরিশেষে মিলাদ কেয়াম ও বিশ্ব বাসীর শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।