শফিউল আলম, রাউজান ঃ অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অমল কান্তি দে নান্টু (৫৫) নামে এক ব্যক্তি।
শনিবার (১৪ জুন) রাতে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট সংলগ্ন চট্টগ্রাম– রাঙামাটি সড়কের ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত অমল কান্তি দে সুলতানপুর গ্রামের রামহরি চৌকিদার বাড়ির সতীশ দে’র পুত্র। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।জানা যায়, স্ত্রী দেবিকা রাণী দে দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর চিকিৎসার খরচের জন্য শনিবার বিকেলে ধার করে বাজার সদাই নিয়ে রাউজান ফকিরহাট থেকে বাড়ি ফিরছিলেন অমল কান্তি দে। পথে জানালীহাট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পুত্রবধূ প্রিয়া দে জানান, রোববার সকালে তার শাশুড়িকে চট্টগ্রাম নগরীর পিপলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শ্বশুর শনিবার বিকেলে বলেন, ‘চিকিৎসার কিছু খরচের ব্যবস্থা করতে হবে’এই বলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে তাঁদের কাছে আসে মৃত্যুর মর্মান্তিক সংবাদ।রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে যায়। তিনি বলেন, “সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক অমল কান্তি দে’কে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।” তিনি আরও জানান, স্থানীয়রা ঘাতক ট্রাকটির নম্বর শনাক্ত করতে পারেননি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।