শফিউল আলম, রাউজানঃ রাউজান উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর (বরিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাউজার বাবু সজল চন্দ্র চন্দ।প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুর নবী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদাররেসীন রাউজান উপজেলার সভাপতি হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলার আহবায়ক মোহাম্মদ জামাল শাহ।
বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলার সদস্য সচিব মোহাম্মদ নুর নবী ও মহামুনি এ্যংলো পালি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আর্যমৈত্রীয় ইন্সটিটিউটের প্রধান শিক্ষক কাঞ্চন বিশ্বাস, পূর্বগুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবু মোস্তাক আলকাদেরী, গহিরা এ জে ওয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক, উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ।অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহিদ ক্বাদেরী, গীতা পাঠ করেন সুজন দাশ ও ত্রিপিটক পাঠ করেন আশুতোষ বড়ুয়া।অনুষ্ঠান শেষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।