শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে বালু দিয়ে মস্তক এবং গাছের পাতা দিয়ে শরীর ঢাকা অবস্থায় রুপন নাথ (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার, ২৫ জুন সকাল সাড়ে ৯টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের যুগী পাড়ার কর্ণফুলী নদীর পাড়ের বোট ঘাটা এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।রুপন বাগোয়ান ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের পশ্চিন নাথ পাড়ার ননী গোপাল নাথের পুত্র। স্থানীয়দের ভাষ্য মতে, সকালে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। একটি গাছের নিচে কয়েকটি গাছের টুকরোর পাশে লাশটির মস্তক বালুর নিচে, শরীর ছিল পাতা দিয়ে ঢাকা। পাশে ছিল একটি রশি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উঠিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ভিকটিম রুপন নাথ মানসিক বিকারগস্ত ছিলেন বলে দাবি স্থানীয়দের। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা।নিহতের আত্মীয় শ্যামল দেবনাথ বলেন, নিহত রুপনের মানসিক সমস্যা হলে মাঝে মধ্যে চুরির মত কিছু ঘটনার সাথে জড়িয়ে পড়ে। তবে মেরে ফেলার মত অপরাধ সেই করে নাই। তিনি ঘটনার সুষ্টু তদন্তের দাবি করেন। নিহত রপম নাথের স্ত্রী মুন্নি দেবী নাথ বলেন, রুপম নাথ একটি মুদির দোকানের ব্যবসা করতো। গত ৭ বৎসর পুর্বে রুমপ মানসিক ভারনাম্য হয়ে পড়ে। তাকে চিকিৎসা করানোর পর সুস্থ হয়নি। মানসিক ভারসাম্য হীন অবস্থায় ঘরের আসবাব পত্র ভাংচুর করতো ও চুরি করতো। রুপমের বিরুদ্বে প্রতিনিয়ত এলাকার লোকজন চুরির অভিযোগ নিয়ে আসতো। গত ২৪ জুন মঙ্গলবার রাতে রুপমকে ঘর থেকে ধরে নিয়ে হত্যা করে। মুন্নি দেবী নাথ সব শেষ হয়েছে। রুপমের বিরুদ্বে অভিযোগ নিয়ে আর কেউ আসবেনা। কারা ঘর থেকে ডেকে নিয়ে তা বলতে সাহস পায়নি মুন্নি দেবূী নাথ।
এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, প্রাথমিক ভাবে জানতে পেয়েছি নিহত রুপন মানসিক বিকারগস্ত হওয়ার পর থেকে স্থানীয় লোকজনের আসবাপত্র ভাংচুর করতো। এ ঘটনায় তাকে-ও মারধর করতো এলাকার লোকজন। এছাড়াও নিজের ঘরের জিনিসপত্র তছনছ করে ভাংচুর করা অভিযোগ পেয়েছি। সেই মঙ্গলবার একটি সাইকেল চুরি করে বাড়িতে নিয়ে গেলে পাড়ার লোকজন তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ধরে নিয়ে যায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তিনি আরো জানান, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রপমের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। রুপম নাথ হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে ।