মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানে মৃৎশিল্প বিলুপ্তের পথে

শফিউল আলম, রাউজান ঃ এক সময়ে রাউজানের বিভিন্ন এলাকায় মাটি দিয়ে তৈয়ারী করা হতো হাড়ী, পাতিল, মাটির কলসি, মোটকা,গজি, খাওয়ার প্লেট (আনক, ছোয়ালী) সহ বিভিন্ন প্রকার মাটির আসবাব পত্র। মৃৎশিল্পিরা প্রতিদিন কাধে ভার করে তাদের তেয়ারী করা পাতিল, মাটির কলসি, মোটকা,গজি, খাওয়ার প্লেট (আনক, ছোয়ালী) সহ বিভিন্ন প্রকার মাটির আসবাব পত্র, রাউজানের ফকির হাট বাজার, রমজান আলী হাট, কদলপুর সোমবাইজ্যা হাট, লাম্বুর হাট, গৌরি শংকর হাট বাজার সহ হাট বাজারে আনতো বিক্রয় করার জন্য । এছাড়া মৃৎশিল্পিরা কাধে ভার করে রাউজানের বিভিন্ন এলাকার ঘর বাড়ীতে নিয়ে বিক্রয় করতো, হাড়ী, পাতিল, মাটির কলসি, মোটকা,গজি, খাওয়ার প্লেট (আনক, ছোয়ালী) সহ বিভিন্ন প্রকার মাটির আসবাব পত্র । হাড়ী, পাতিল, মাটির কলসি, মোটকা,গজি, খাওয়ার প্লেট (আনক, ছোয়ালী) সহ বিভিন্ন প্রকার মাটির আসবাব পত্র ব্যবহার করতো এলাকার বাসিন্দ্বারা । ওরশ, মেজবানে হাজার হাজার মানুষকে খাওয়ানের সময়ে ব্যবহার করা হতো মৃৎশিল্পিদের তেয়ারী করা আনক, ছোয়ালী । কালের বির্বতনে এ্যলমুনিয়াম ও প্লাষ্টিকের তৈয়ারী কলসী, ডেক্সি, কড়াই, প্লেট, ড্রাম বের হলে, মৃৎশ্লিপিদের তৈয়ারী করা মাটির সামগ্রীর কদর কমে যায় । মৃৎশিল্পিদের মধ্যে অধিকাংশ বাপ দাদার পেশা ছেড়ে কেউ দিনজুর, কেউ কৃষি কাজ সহ অন্য পেশায় চলে যায় । হাতো গোনা কয়েকজন এখনো বাপদাদার পেশা ধরে আছে । তারা মাটি দিয়ে মাটির ব্যাংক, ফুলের টব, মেজবান ওরশের জন্য ছোয়ালী তেয়ারী করছে । ফুলের টব, মাটির ব্যাংক, হাট বাজারে ও রাউজান ও চট্টগ্রাম শহরের বিভিন্ন দোকানে বিক্রয় করেন । রাউজানের কেউটিয়া কুলাল পাড়ায় মন্ট্র রুদ্র পাল বলেন, বাপদাদার পেশা এখনো ধরে রেখেছি । মাটির ব্যাংক ফুলের টব চট্টগ্রাম শহরের ও রাউজানের বিভিন্ন এলাকার ব্যৗবসায়ীরা নার্সারী মালিকেরা অর্ডার দেওয়ার পর তৈয়ারী করে তাদের কাছে বিক্রয় করি । তবে রাউজানের ফকির হাট বাজার, সরতের দোকান, বাইন্যার হাট, গৌরি শংকর হাট, পাহাড়তলী চৌমুহনী, নোয়াপাড়া পথের হাট এলাকায় কয়েকজন মৃৎশিল্পি দেব দেবীর মুর্তি তেয়ারী করে জীবিকা নির্বাহ করছে । এক সময়ে রাউজানের ৭নং রাউজান ইউনিয়নের কেউটিয়া, কদলপুর ইউনিয়নের আমির পাড়া, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাইন্যা পুকুর, ৪নং ওয়ার্ডের বেরুলিয়া, সহ কয়েকটি এলাকায় ধুমধামের সহিত মৃৎশিল্পিরা মাটি দিয়ে তেয়ারী করতো বিভিন্ন ধরনের সামগ্রী ।