মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত

শফিউল আলম, রাউজানঃ রাউজানের নোয়াজিষপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ভবনটি জরাজীর্ণ অবস্থা হয়ে পড়েছে।পাশের স্টাফদের থাকার আবাসিক ভবনও পরিত্যক্ত হয়ে আছে দীর্ঘদিন যাবত। একসময় এই স্বাস্থ্য কেন্দ্রটি ছিল নোয়াজিষপুর, ইউনিয়নের ফতেহ নগর, নদীমপুর, গহিরা ইউনিয়নের দলই নগর, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, ডাবুয়া ইউনিনয়নের পশ্চিম ডাবুয়া, গনি পাড়া,ফটিকছড়ি উপজেলার আবদুল্ল্রাহ পুর ইউনিয়নের আবদুল্ল্রাহ পুর জাফত নগর ইউনিয়নের জাফত নগর, তেলপারই, ৪০ গ্রামের হাজারো দরিদ্র পরিবারের নারী-পুরুষ চিকিৎসা সেবা কেন্দ্র। প্রতিনিয়ত চিকিৎসা সেবা নিয়ে সরকারি বিনামূল্যের ঔষধ সেবন করে বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতো। স্থানীয়দের অভিযোগ রয়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা এখন দেখা পান না কর্মরত চিকিৎসকদের। জানা যায়, এরশাদ সরকারের শাসন আমলে ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়নের ইউছুপ দিঘি প্রকাশ ঈশা খা দিঘির পাড়ে এই স্বাস্থ্য কেন্দ্র ভবনটি নির্মাণ করা হয়েছে এলাকার দরিদ্র জনগোষ্টির চিকিৎসা সেবার জন্য। কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত গ্রামের হাজারো মানুষ।

সরেজমিনে দেখা গেছে, নোয়াজিষপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ভবনটি এখন ভূতের বাড়ি। স্বাস্থ্য ভবনের চারপাশে ঝোপজঙ্গলের ভরপুর। ভবনের ছাদের ওপর বটগাছসহ অন্যান্য আগাছার শেকড় ছাদের ভেতরে ঢুকে গেছে। ভবনের ছাদ, দেয়াল ফাটল ধরেছে, দরজা জানালা ভাঙ্গাচোরা,শৌচাগার গুলোর অবস্থায়ও জরাজীর্ণ। একই অবস্থা স্টাফদের থাকার আবাসিক ভবনও। তবে সেখানে একজন নার্স দায়িত্বে থাকলেও তাঁর দেখা পায়নি। স্বাস্থ্য কেন্দ্রের তিনটি কক্ষে তালা ঝুলানো।অন্যান্য কক্ষগুলো ভাঙ্গাচোরা। একজন নার্স ছাড়া এই স্বাস্থ্য কেন্দ্র আসে না কোনো চিকিৎসক। নিয়মিত চিকিৎসক- কর্মচারী না আসায় গ্রামের সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষগুলো প্রতিনিয়ত চিকিৎসা সেবা থেকেই অবহেলিত। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা না পেয়ে আশপাশের হাট-বাজারে হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়ে অপচিকিৎসার শিকার হচ্ছেন অনেকেই। এলাকাবাসীর অভিযোগ, নোয়াজিষপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক, একজন সহকারী চিকিৎসক ও একজন কর্মচারী থাকার কথা থাকলেও তাদের কেউ নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে আসেন না। স্থানীয়রা কেউ কোন চিকিৎসা, পরামর্শ, ঔষধ বা সুবিধা তো পাচ্ছেনই না বরং স্বাস্থ্য কেন্দ্রের ভেতর দেখা যায় ভূতের মতো পরিবেশ। গত সোমবার (২৩জুন) ১২টায় এই স্বাস্থ্য কেন্দ্রের এমন দৃশ্য চোখে পড়ে।

দেখা গেছে স্বাস্থ্য কেন্দ্রের স্টাফদের থাকার আবাসিক ভবনে রয়েছে একজন ভাড়াটিয়া। তার নাম রাজিব, বাড়ি নোয়াখালী। সেই সেখানে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। এছাড়া স্বাস্থ্য কেন্দ্র আর কেউ দেখা মিলেনি। নোয়াজিষপুর ইউনিয়নের বাসিন্দা দিদারুর আলম বলেন, একসময় এই স্বাস্থ্য কেন্দ্রটি নোয়াজিষপুরসহ চিকদাইর ইউনিয়নের একাংশের চিকিৎসা সুবিধার্থে যা অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। অসহায়,দরিদ্র, খেটে খাওয়া মানুষ সহ এলাকার সবার চিকিৎসা সেবা নিশ্চিত করণে এ হাসপাতালটির অনেক ভুমিকা ছিল। জানিনা কি কারণে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এখন স্বাস্থ্য কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। স্থানীয় মানিক নামের এক যুবককে সাথে দেখা হলে তিনি বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রে এসময় দরিদ্র পরিবারকর বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে দু’জন ডাক্তার। তারা হচ্ছেন ডাক্তার সুমেরু দেওয়ান, ডাক্তার শাহাবুদ্দিন । প্রয়াত সুমেরু দেওয়ান দিনরাত মানুষের সেবা দিয়ে গেছেন ।

গ্রামের প্রতিটি ঘরে ঘরে সে একজন মানবিক ডাক্তার হিসাবে পরিচিত ছিলেন । দীর্ঘদিন এলাকায় অবস্থান করার ফলে নোয়াজিষপুর গ্রামটি তার জন্মস্থানের মত ছিল। তেমনি ডাক্তার শাহাবুদ্দিন ছিল মানবিক ডাক্তার। তবে বর্তমানে নোয়াজিষপুর ইউনিয়নের দরিদ্র পরিবার গুলো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। নোয়াজিষপুর বাসীর প্রাণের দাবি, যে কোনো উপায়ে এই স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু হোক।একজন সরকারি ডাক্তার যেন আসে, গ্রামের মানুষকর সেবা দেয়। আমিন নামের একজন সিএনজি চালক জানান, রাত হলে এই স্বাস্থ্য কেন্দ্র মাদকের আসর বসে। আমরা চাই এই স্বাস্থ্য কেন্দ্রটি আগের রূপে ফিরে আসুক। এলাকার মানুষ চিকিৎসা সেবা পাক।এবিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: শাহজাহান বলেন, স্বাস্থ্য কেন্দ্রটি আমি পরিদর্শন করেছি। বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার শুন্য, দু”জন নার্স দিয়ে কেন্দ্রটি চালু রাখা হয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট রয়েছে। ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনের বিষয়ে জানতে চাই তিনি অফিস স্টাফের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।