মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানে ২৫০ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

শফিউল আলম, রাউজান ঃ রাউজানে পুলিশের পৃথক পৃথক অভিযানে ১২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ আটক করা হয়েছে চার মাদক ব্যবসায়ীকে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭,৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২০ জুন) নিয়মিত রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এসব মাদক আটক করা হয়েছে পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ সংলগ্ন চট্টগ্রাম কাপ্তাই মহা সড়ক ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাতালপীর মাজারের পিছনে কবরস্থান সংলগ্ন বাশঁ ঝাড়ের ঝোপ থেকে। এসময় লাল রঙের পুরাতন একটি সিএনজি অটোরিকশা তল্লাশির করে গাড়ির ইঞ্জিন বক্সে থেকে দু’টি বস্তায় রাখা ৭৫ লিটার চোলাই মদ ও অপর স্থান থেকে দু’টি বস্তায় রাখা ৫০ লিটার মদ উদ্ধার করা হয়।পৃথক অভিযানে আটককৃতরা হলেন নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ এলাকার মোহাম্মদ বাহার এর ছেলে মোঃ বেলাল (৪০), রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুখ বিলাস মধ্যম পাড়ার আব্দুল আলমের ছেলে মোঃ নাজিম উদ্দিন (২৮), একই উপজেলার সরব ভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মওলানা আব্দুল ছোবহানের বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে শফি প্রঃ উজ্জ্বল(৩৩), বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বনিকপাড়ার হরিলাল ধরের ছেলে রকি ধর(৩৫)।
রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ ধারায় রাউজান থানায় মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে।