মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজান এয়াছিন শাহ্ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজানঃ রাউজান হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজের ২০২৫ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়-সংবর্ধনা প্রদান করা হয় । গত ২৩ জুন (সোমবার) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মন্নান-এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক-লেখক প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। বক্তব্য রাখেন বাংলা ও অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া ও মো. বজলুর রহমান, ইংরেজি, আইসিটি, ব্যাবস্থাপনা ও ব্যবসায়-সংগঠন, জীববিদ্যা ও হিসাব বিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ লোকমান সিকদার, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মঈনুল আমিন ও মোহাম্মদ হেফজতুর রহমান এবং ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। একাদশ বিজ্ঞানের শিক্ষার্থী জামিলা বিনতে আজম চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে একাদশ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ইকমা। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় মো. মনির চোধুরী, মোহাম্মদ আরিফ, সৈকত দাস ও জয়নুভা জান্নাত। একাদশ শ্রেণি’র শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী নুসরাত জাহান মিম। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠে অংশ নেয় রিফাতুল ইসলাম, তুলি চন্দ ও রিমু বড়ুয়া। সংগীত পরিবেশন করেন অরিফ বড়ুয়া ও মিম্পা মণি। তবলায় সঙ্গত দেয় সঞ্জয় দে। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজকে “একটি স্পিচ টেবল” উপহার হিসেবে তুলে দেয় মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মনির চৌধুরী, সৈকত দাস, মেহেদী হাসান, অজয় চৌধুরী ও পিকলু মল্লিক এবং কর্মচারীদের হাতে প্রীতি উপহার তুলে দেয় তামান্না বিনতে হেলাল ও রেশমা আকতার। অনুষ্ঠানে “শিক্ষা-সফর’২৫ পরবর্তী অনুভূতি ও অভিজ্ঞতা বর্ণন” প্রতিযোগিতায় বিজয়ী মেফতাহুল জান্নাত মেফতা, জান্নাতুল মাওয়া ইকমা ও আয়েশা ছিদ্দিকা মিমকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন কলেজের প্রধান হিসাব-রক্ষক কর্মকর্তা ও রাউজান প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দীন।