শফিউল আলম, রাউজানঃ পূর্ব রাউজান রশিদর পাড়া, তমিজ উদ্দিন জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে,রশিদর পাড়া তমিজ উদ্দিন জামে মসজিদে, গত ৩ জুলাই বৃহস্পতিবার বাদে মাগরিব পবিত্র শোহাদায়ে কারবালার স্বরনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্বে করেন রশিদর পাড়া তমিজ উদ্দিন জামে মসজিদের মোতায়াল্লী আলহাজ্ব আবুল কালাম চৌধুরী, প্রধান অতিথি ছিলেন গহিরা এফ, কে জামেউল উলূম এম এ কামিল মাদ্রাসায় প্রধান মুফাসসির আল্লামা এহসান উল্লাহ আল কাদেরী (মাঃ), আলোচক ছিলেন রশিদর পাড়া তমিজ উদ্দিন জামে মসজিদের খতিব আল্লামা রফিকুল ইসলাম (মাঃ), মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী, মুহাম্মদ পুর রমজান আলী হাট শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দীন মাইজভান্ডারী, আলীখীল দাওয়াত খোলা আলহাজ্ব নূরুল হক সুন্নীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীন মাইজভান্ডারী, উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবদুল রহমান, ডাঃ আবদুল হাকিম, মাওলানা ইলিয়াছ, রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী,মুহাম্মদ ফরিদ আহমদ,আলহাজ্ব জহির আহমদ প্রমূখ ।পরিশেষে মিলাদ কেয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়……