শফিউল আলম, রাউজানঃ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর সুরক্ষায় স্টেকহোল্ডারগণের আয়োজনে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন আজাদীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির।
বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।দেবজিৎ বড়ুয়ার সঞ্চালনায় স্টেকহোল্ডারদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাক উদ্দিন, রোসাঙ্গীর আলম, নেপাল বড়ুয়া, জসিম উদ্দিন, মৎস্য অফিসের স্টাফ তারেকুল ইসলাম, হেলি চাকমা।
এতে আরো উপস্থিত ছিলেন শিমুল বড়ুয়া, জামাল, হারুন, সাবের, শাহা আলমসহ হালদা সুরক্ষায় স্টেকহোল্ডারগণ।বক্তারা বলেন, হালদা নদীকে ঘিরে রাউজানে দায়িত্বগ্রহণের পর থেকেই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদী মাঠপর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে হালদা সুরক্ষায় গতিসঞ্চার করেছেন। বিগত মা মাছের ডিম ছাড়ার মৌসুমেও তার কর্মযজ্ঞের সুফল স্থানীয় মৎস্যজীবিরা পেয়েছে। একজন কর্মঠ, যোগ্য কর্মকর্তা হিসেবে তিনি অল্পসময়ে পরিচিতি লাভ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা শেষে বিদায়ী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদীর হাতে স্টেকহোল্ডারদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।