মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাঙ্গুনিয়ায় স্বামী-স্ত্রীকে কোপাল ডাকাত দল

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বর্ণ-টাকা না পেয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতরা।

সোমবার (২৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জঙ্গল পোমরার ভূমিহীন সবুজ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (২৩ জুন) রাতে ভূমিহীন সবুজ গ্রাম এলাকার প্রবাসী মো. জসিম উদ্দিনের (৪৫) বসতঘরে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতের দল হানা দেয়। এসময় সম্প্রতি দেশে আসা প্রবাসী জসিমকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাস থেকে আনা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান সামগ্রী খোঁজ করে।

কিন্তু এসব না পেয়ে ক্ষুব্ধ হয়ে জসিমকে কোপানো শুরু করে। এতে জসিমের হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার স্ত্রী শাহানুর আকতার (৩৫) এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। পরে ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, কিছু দুর্বৃত্ত এক প্রবাসীর ঘরে হানা দিয়ে স্বামী-স্ত্রীকে আহত করেছে। ঘটনাস্থলে আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।