চট্টগ্রাম বন্দর কলেজের ১১ম ব্যাচের ছাত্রদের ও ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দু’আ মাহ্ফিল রোববার (২২ জুন) সকাল ১১ টায় শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মিতালী পালিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ। চট্টগ্রাম বন্দর কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ তৌহিদুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহেদুল হক পলাশ। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব দিলরুবা আকতার, চট্টগ্রাম বন্দর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ, রসায়ন বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম ও ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয় ও একজন বিদায়ী ছাত্র সকল বিদায়ীর পক্ষ থেকে মানপত্র গ্রহণ করে। এছাড়া বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে দুইজন ও বর্তমান ছাত্রদের পক্ষ থেকে একজন বক্তব্য রাখে। বিদায় অনুষ্ঠানে নির্বাচনী পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে শীর্ষ স্থান অর্জনকারী নয়জন কৃতী ছাত্রকে পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে দু’আ ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ।
প্রধান অতিথি বলেন, শিক্ষা শুধু কৃতিত্ব অর্জন করার জন্য নয় বরং মানুষ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি ফলাফল মানুষের জীবনে উদ্দীপনা সৃষ্টি করতে পারে তাই জীবনে উদ্দীপনা লাভ করে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি ছাত্রদের সৎ, নীতিবান, যোগ্যতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠতে নিরলস পরিশ্রম করার ওপর গুরুত্বারোপ করেন।
