সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৭৯তম ট্রাস্টি বোর্ডের সভা সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাউদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. ইসরাত জাহান, অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, আব্দুস সালাম, মামুন সালাম, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী এবং উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ।
সভার কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন অধ্যাপক সরওয়ার জাহান। মূল আলোচনায় গত ৭৮তম সভার গৃহিত পদক্ষেপ ও প্রস্তাবনার অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের আগামী ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক ও প্রশাসনিক অবস্থা, জানুয়ারি—২০২৫ থেকে এপ্রিল—২০২৫ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব, ২০২৪—২০২৫ অর্থ বছরের সরকারি অডিট ফার্ম নিয়োগ, ৪০তম একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণী অবহিতকরণ, ৩৬, ৩৭ ও ৩৮তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী অবহিতকরণ সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে ইউনিভার্সিটিকে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলেই।