মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৭৯তম সভা অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৭৯তম ট্রাস্টি বোর্ডের সভা সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাউদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. ইসরাত জাহান, অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, আব্দুস সালাম, মামুন সালাম, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী এবং উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ।

সভার কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন অধ্যাপক সরওয়ার জাহান। মূল আলোচনায় গত ৭৮তম সভার গৃহিত পদক্ষেপ ও প্রস্তাবনার অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের আগামী ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক ও প্রশাসনিক অবস্থা, জানুয়ারি—২০২৫ থেকে এপ্রিল—২০২৫ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব, ২০২৪—২০২৫ অর্থ বছরের সরকারি অডিট ফার্ম নিয়োগ, ৪০তম একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণী অবহিতকরণ, ৩৬, ৩৭ ও ৩৮তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী অবহিতকরণ সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে ইউনিভার্সিটিকে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলেই।