মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সীতাকুণ্ডে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত কিশোর উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত (১২) আহত কিশোরকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিবারের সন্ধান পাওয়া যায় নি।

শনিবার (২১ জুন) রাতে উপজেলার বড় দারোগারহাট থেকে কিশোরটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার বড় দারোগারহাটের বাজারের দক্ষিণ পাশের বারৈয়ারঢালা হাক্কানী পেট্রোল পাম্পের পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রক্তাক্ত অবস্থায় কিশোরটিকে দেখতে পেয়ে এক ব্যক্তি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলতাপ হোসেন বলেন, শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় কিশোরটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠিয়েছি। কিশোরটির নাম পরিচয় আমরা পাইনি।

কিশোরটির পরিচয় জানলে কেউ সীতাকুণ্ড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেরাজের 01871843903 মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।