মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডের নূনাছড়া এলাকায় কাভার্ড ভ্যান দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম সাহাপুর এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের সদস্যরা মরদেহ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করেছে হাইওয়ে পুলিশ।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে আটকে যায়। দুর্ঘটনার পর চালক বের হতে পারলেও পাশে বসা জাহাঙ্গীর আলম সেখানেই মারা যায়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাকসুদুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।