বিশ্ব শরণার্থী দিবস সামনে রেখে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে অনুষ্ঠিত মহাসমাবেশে ‘নো মোর রিফিউজি লাইফ’ স্লোগানে নিজ দেশে ফেরার আকুতি জানিয়েছেন রোহিঙ্গা নেতারা।
শুক্রবার (২০ জুন) দুপুর ৩টার দিকে কুতুপালং নিবন্ধিত শিবিরে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু অংশ নেন। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে জমায়েত হন। একই সময় বালুখালী ১২ নম্বর শিবিরসহ একাধিক আশ্রয়শিবিরেও এমন কর্মসূচি পালিত হয়।
সমাবেশে রোহিঙ্গা নেতা আবদুল মাজেদ, ইউনুছ আরমান ও আজমা বেগম বলেন, তারা মিয়ানমারে ফিরতে চান। ৩৪ বছর ধরে তারা শরণার্থী জীবনে আছেন। এ জীবন তারা আর চান না।
ইউনুছ আরমান বলেন, “মিয়ানমার আমাদের দেশ। আমরা আমাদের অধিকারসহ সেখানে ফিরতে চাই। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান—সমাধানের দ্রুত পথ বের করুন।”
‘রোহিঙ্গা কমিটি ফর পিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন (আরসিপিআর)’ নেতা দিল মোহাম্মদ বলেন, “আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। তবে আমরা চাই, আন্তর্জাতিক চাপের মাধ্যমে মিয়ানমার আমাদের ফিরে নিতে বাধ্য হোক।”
সমাবেশ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ছিল এপিবিএন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে এবং নিজ দেশে ফেরার দাবি বিশ্ব দরবারে তুলেছে।”