মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ঈদগাঁওয়ে আটকা পড়া ‘কক্সবাজার এক্সপ্রেস’ সাড়ে ৩ ঘন্টা পর ছাড়ল

সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে দীর্ঘ সাড়ে ৩ ঘন্টার বেশী সময় আটকা ছিল।

রবিবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়ার ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার আইকনিক স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী।

তিনি জানিয়েছেন, ট্রেনটিতে ২৩টি বগি রয়েছে এবং ৮ শতাধিক যাত্রী ছিল। ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর পৌণে ১ টায় আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়। এতে সেখানে ট্রেনটি আটকা পড়ে। মূলত ট্রেনটির ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আইকনিক স্টেশন ম্যানেজার আরো বলেন, কক্সবাজার স্টেশনে কোন ধরণের রিলিফ ট্রেন বা লোকোসেড নেই। এতে ট্রেনটি চালু করতে চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। ইঞ্জিনটি নিয়ে একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনের দিকে রওনা দেয়ার পর বিকাল ৫ টার দিকে ইসলামাবাদ স্টেশনে পৌঁছে।

এর পর বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দ্যেশে রওনা দিয়েছে বলে জানান মোহাম্মদ গোলাম রব্বানী।