কক্সবাজারের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও ‘আবছার গ্রুপ’ এর প্রধান নুরুল আবছার ওরফে আবছারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৫। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র ও ডাকাতি মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-১৫ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন (সোমবার) বিকেলে কক্সবাজার সদর থানাধীন রুমালিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সশস্ত্র সন্ত্রাসী নুরুল আবছারকে একটি বিদেশি পিস্তল, একটি ছুরি এবং দুটি ব্ল্যাংক চেকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিস্তারিত পরিচয় অনুযায়ী, নুরুল আবছার (২৯), পিতা—মো. রশিদ (প্রকাশ রশিদ ড্রাইভার), মাতা—আরেফা বেগম, ঠিকানা—দক্ষিণ রুমালিয়ারছড়া, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সদর থানা, জেলা—কক্সবাজার।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আবছার স্বীকার করেছে যে, তার নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপটি এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।