কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৫ সদস্যরা বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে শাহ আলম (৪০), আব্দুল জলিল (২৯) ও আদিল প্রকাশ আদিল্লা (৩৫)। তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাবের কর্মকর্তা ফারুক জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্ত্রের অবৈধ ব্যবহার বাড়ায় অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬১টি কার্তুজ, ৮টি বিদেশি পিস্তলের কার্তুজ, দুটি মোবাইল ফোন, একটি ইজিবাইক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্রগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে।