মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

টেকনাফে এক লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে একলাখ ১০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটক ব্যক্তির নাম কামাল হোসেন (৪২)। তিনি মিয়ানমারের মংডুর ডেইলপাড়ার মৃত আব্দুল আমিনের ছেলে।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে টেকনাফের সাবরাং এলাকা দিয়ে অনুপ্রবেশ করতে পারে এমন খবরে অভিযান চালায় বিজিবি। এসময় একলাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করে।

তিনি আরও বলেন, বিজিবি সীমান্তে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান ও সব প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে তৎপর রয়েছে।