রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ কাপ্তাই হ্রদের মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
বৃহস্পতিবার (৩ জুলাই) এমন তথ্য নিশ্চিত গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিএফডিসি রাঙামাটির ম্যানেজার কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম।
ওই কমান্ডার বলেন, বুধবার (০২ জুলাই) দিনগত রাতে জেলার শহরের প্রবেশমুখ মানিকছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
বিএফডিসি কর্তৃপক্ষ জানায়, বুধবার (০২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাসটি থেকে প্রায় ২৭৫ কেজি কেচকি ও আইড় মাছ জব্দ করা হয়। কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময়ে হ্রদ থেকে অবৈধভাবে ধরা মাছ চট্টগ্রামের একটি যাত্রীবাহী বাসে পাচার করা হচ্ছিল। অভিযানের সময় বাসচালক গাড়িটি রেখে পালিয়ে যায়। জব্দ করা মাছগুলো যথাযথ প্রক্রিয়ায় নিলামে বিক্রি করে ৬৩ হাজার টাকা রাজস্ব আয় করা হয়েছে। এছাড়া পাচার কাজে ব্যবহৃত বাসটি বর্তমানে বিএফডিসির হেফাজতে রয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, প্রতি বছর নির্দিষ্ট সময় কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ থাকে, যাতে মাছের প্রজনন বৃদ্ধি পায়। তবে কিছু অসাধু চক্র এই সময়েও অবৈধভাবে মাছ আহরণ করে পাচারের চেষ্টা চালায়।