মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

‘ওয়াইসিএল পরিবহন’ যাত্রী সেবায় বদ্ধ পরিকর

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): দেশের অগ্রযাত্রায় আস্থা ও সাফল্যের প্রতীক “ওয়াইসিএল পরিবহনের” কাপ্তাই জেটিঘাট থেকে চট্টগ্রাম বাস টার্মিনাল পর্যন্ত এই সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ মে) বেলা ১১ টায় কাপ্তাই জেটিঘাটে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। এসময় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী, চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত আলী, ইয়েস ওয়াল্ড কনসোর্টিয়াম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ হারুনুর রশিদ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সিবিএ’র সভাপতি মোঃ বেলাল এবং সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, কাপ্তাই উপজেলা হেডম্যান প্রতিনিধি লাকি তনচংগ্যা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সার্বিক ব্যবস্থাপনা ও লাইন পরিচালনায় ছিলেন ওয়াইসিএল পরিবহনের কো-অর্ডিনেটর মোহাম্মদ হাছান সিকদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটন শহর হিসেবে খ্যাত কাপ্তাই উপজেলা থেকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে এ ধরনের বাস সার্ভিস চালু ছিলো। কিন্তু অজ্ঞাত কারণে ওই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এতে করে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বেড়ে যায়।
তাছাড়া পর্যটকরা কাপ্তাইয়ে আসতে যেতে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে নতুন এই বাস সার্ভিস চালু হওয়ায় সকলের মাঝে স্বস্তি ফিরে আসবে। নতুন ভাবে চালু হওয়া এই বাস সার্ভিস যাতে বন্ধ না হয়ে ভবিষ্যতেও চলমান থাকে সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা সহ সকলের সহযোগীতা কামনা করা হয়েছে। এছাড়া মালিক পক্ষ যাত্রী সেবা দিতে বদ্ধ পরিকর বলে তাদের বক্তব্যে তুলে ধরেন।