মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজামান কামাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন সহ জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন পবিত্র ঈদ উল আজহা সুষ্ঠু ভাবে সম্পাদন করায় সন্তোষ প্রকাশ করেন। সে সাথে সম্প্রতি চিৎমরম ইউনিয়নের চিৎমরম বাজারে মারমা হোটেলে শিশু শ্রমিক উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেওয়ার বিষয়ে অবহিত করেন। এছাড়া বর্ষা মৌসুমে কাপ্তাই ঢাকাইয়া কলোনি এলাকায় কোন ক্ষতি না হওয়ায় সন্তোষ প্রকাশ করার পাশাপাশি চলতি এবং সামনে মাসে বর্ষা মৌসুমে যাতে ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য প্রস্তুতি গ্রহন করতে বলা হয়।