মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কাপ্তাইয়ে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের তিনদিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): এনজিও সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের বাস্তবায়নে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে কাপ্তাইয়ে যুব নেতৃত্ব বিষয়ক তিন দিনব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (১৮ জুন) চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের প্রোগ্রাম মিলনায়তনে কাপ্তাই উপজেলা আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যদের উপস্থিতিতে ওই প্রশিক্ষণ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হোসেন। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, সিভিক বা নাগরিক প্লাটফর্মের জেলা সদস্য ও সাংবাদিক অর্ণব মল্লিক, আশিকা আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার রত্নজ্যোতি চাকমা, ফিল্ড এসোসিয়েটস তুখেন চাকমা, রাজশ্রী চাকমা উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণের মাধ্যমে ইয়ুথ গ্রুপের সদস্যরা সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ক গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করে দেশ, জাতি ও সমাজের উন্নয়নে কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।