কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা সহ এক পাচারকারীকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোঃ সেলিম প্রকাশ সেলিম মাঝি(৩৯)। সে কাপ্তাই ইউনিয়নের বাঁশ কেন্দ্র এলাকার মোঃ আব্দুল বাতেনের ছেলে। গত রোববার রাতে কাপ্তাই থানা পুলিশ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইমুল ইসলাম, এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এসআই মোঃ আলাউদ্দিন সাকিল ও সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে আসামী মোঃ সেলিমকে ইয়াবা সহ আটক করে। এসময় তার সাথে থাকা ১৫০ পিস হালকা গোলাপী রংয়ের অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার ওজন আনুমানিক ১৫ গ্রাম হবে এবং বাজার মূল্য ৪৫ হাজার টাকা।
এদিকে, আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
