মোঃ নজরুল ইসলাম লাভলু কাপ্তাই (রাঙামাটি): চোরাপাচার করার সময় সেনাবাহিনী কর্তৃক পরিত্যক্ত অবস্থায় টিসিবির জব্দকৃত পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়েছে রোববার (১৮ মে) বেলা ১১টায়। ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে জব্দকৃত টিসিবির এসব পণ্য ১২৫ জন ক্রেতার মাঝে বিক্রয় করা হয়।
এরমধ্যে ১শ’ জনের মাঝে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও দুই কেজি মুসর ডাল, ৪ জনের নিকট দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মুসর ডাল এবং অবশিষ্ট ২১ জনের নিকট দুই কেজি করে মুসর ডাল বিক্রয় করা হয়। টিসিবির এসব পণ্য মোট ৪২ হাজার ৮শ’ টাকায় বিক্রি করা হয়। বিক্রয় ও বিতরণকালিন সময় কাপ্তাই ৪নং ইউপি পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি বরুন কুমার চাকমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে ৪নং ইউনিয়ন পরিষদ আপষ্ট্রিম জেটিঘাট এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় কাপ্তাই ৫৬ বেংগল সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে রাতের বেলা অভিযান চালিয়ে ১শ’কেজি চিনি, ২শ’ ৮ লিটার সয়াবিন তেল ও ২৫০ কেজি মুসর ডাল জব্দ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের নিকট জব্দকৃত টিসিবির পণ্য বুঝিয়ে দেয়া হয়। ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, নির্বাহী অফিসারের নিদর্শনা মোতাবেক এগুলো ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়েছে।