মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের অভিযান: ৭০ হাজার বর্গফুট জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপ কেন্দ্র কর্তৃক মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে গত দুই মাসে কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ শিকারের সময় ৭০ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযানের সময়টি ছিল ১ মে’ থেকে ২৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত। গত রবিবার (২৯ জুন) বিকেলে কাপ্তাই মৎস্য উপ কেন্দ্র চত্বরে নৌ পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক জসিম উদ্দিন।

তিনি জানান, বিগত ২ মাস ধরে কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলাধীন ভাইবোন ছড়া, হরিণছড়া মুখ, বিলাইছড়ি উপজেলার হাজরাছড়ি, কেরানছড়ি বহালতলী এবং রাঙামাটি সদর উপজেলার গবাঘোনা, বড়াদম, মাইচ্ছোঘোনা, সিলেটি পাড়া, গোদাপাহাড়, দোখাইয়া পাড়া, জীবতলী কাটাখাল সহ বিভিন্ন এলাকায় দিনে এবং রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারেন্ট জাল ছাড়াও, সুতার জাল, মাছ ধরার কাজে নিয়োজিত ইঞ্জিন চালিত নৌকা ও সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের নির্বিঘ্ন প্রজনন ও বংশ বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের মে’ মাসের ১ তারিখ থেকে ৩ মাসের জন্য মাছ আহরণ ও বিপনন বন্ধ করেছে সরকার। এই তিন মাস লেকের মাছ আহরণ ও বিপনন দন্ডনীয় অপরাধ।