মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক মসজিদের কাজে অর্থ সহায়তা প্রদান

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক কেংড়াছড়ি মসজিদের অযুখানার চাল নির্মান কাজের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ জুন) রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ওই ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকার কেংড়াছড়ি মসজিদের অযুখানার চাল নির্মানের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এএসএম সাদিক শাহরিয়ার, পিএসসি উপস্থিত থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এধরনের কার্যক্রম শান্তি ও সম্প্রীতি উন্নয়ন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।