মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

খাগড়াছড়িতে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান

খাগড়াছড়িতে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হলো সেনাবাহিনীর হস্তক্ষেপে। একইসাথে সিডিউল বহির্ভূত টিকিট বিক্রিও বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়েছে সেনা সদস্যারা।

শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি বাস টার্মিনালে বাস যাত্রীদের হয়রানির অভিযোগ টহলে নামেন সেনাবাহিনীর সদর জোনের সদস্যরা।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রীদের সাথে পরিবহন শ্রমিকের খারাপ আচরণ ও হাতাহাতির অভিযোগের সত্যতা পান সেনাবাহিনী। পরে অভিযোগের ভিত্তিতে দুই পরিবহন শ্রমিককে আটক করলেও সতর্ক করে তাদের পরিবহন সমিতির জিম্মায় ছেড়ে দেয়া হয়।

সেনাবাহিনীর সদর জোন সুত্রে জানায়, বাস টার্মিনাল এলাকায় খাগড়াছড়ি টু চট্টগ্রামের লোকাল বাসের কাউন্টারে ২২০ টাকার ভাড়া ৩শ’ টাকা আদায়কে কেন্দ্র করে এক যাত্রীর সাথে কথা-কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ঐ যাত্রী খাগড়াছড়ি সদর থানায় যান। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও তা ব্যর্থ হন। পরে সেনাবাহিনীর সদর জোনের ক্যাপ্টেন মাহফুজ এর নেতৃত্বে একটি টহল বাস টার্মিনালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করেন।

জানা যায়, ঈদ-উল-আযহা পরবর্তী এবং খাগড়াছড়িতে পর্যটকের অতিরিক্ত চাপে সিডিউল বহির্ভূতভাবে লোকাল বাসের কাউন্টারে যাত্রীদের কাছে টিকিট বিক্রি এবং অতিরিক্ত ভাড়া আদায় করা অভিযোগ ওঠে।